ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার মনোরম উপত্যকা পেহেলগাম যে স্থান গত এপ্রিল মাসে ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল, সেখানে ছয় মাস পর আবার ফিরছে প্রাণচাঞ্চল্য। মঙ্গলবার থেকে সেখানে শুরু হয়েছে একটি তেলুগু চলচ্চিত্রের শুটিং, যা স্থানীয়দের মুখে ফিরিয়ে এনেছে হাসি ও আশা।

গত এপ্রিলের হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল পেহেলগামের পর্যটনকেন্দ্রগুলো। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠায় এখন ফের ফিরছে সেই পুরনো রঙিন দিন।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার থেকে এখানে পুরোদমে শুটিং শুরু হয়েছে এক তেলুগু কমেডি ছবির, পরিচালনায় রয়েছেন বিমল কৃষ্ণ, যিনি ‘জেসি’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা।

বিমল বলেন, আমরাই প্রথম দল যারা পেহেলগাম হামলার পর এখানে শুটিং করতে এলাম। আমি নিশ্চিন্তে বলতে পারি কাশ্মির এখন একদম নিরাপদ। স্থানীয় মানুষ, প্রশাসন, এমনকি নিরাপত্তাবাহিনীও আমাদের যথেষ্ট সহায়তা করছেন। এখানে কাজ করতে কোনো অসুবিধাই হচ্ছে না।

তিনি আরও জানান, শুটিংয়ের জন্য সুন্দর কোনো জায়গা খুঁজছিলাম। হঠাৎ মনে হলো, কেন নয় কাশ্মির? জুলাই মাসে ঘুরে দেখেই সিদ্ধান্ত নিই এখানে শুটিং করব। স্থানীয়রা আমাদের এমন আন্তরিকভাবে গ্রহণ করেছেন যে, মনে হচ্ছিল আমরা তাদের পরিবারেরই অংশ।

পেহেলগামে শুটিং শেষ করে ছবির বাকি অংশ ধারণ করা হবে শ্রীনগরে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে পর্যটনস্থলগুলো পুনরায় খুলে দেওয়ার পর থেকেই পর্যটকদের আনাগোনা বাড়ছে। আরু ভ্যালি, আক্কাদ পার্ক, কামান পোস্ট, রাফটিং পয়েন্ট ইয়ান্নেরসহ বহু স্থানে আবারও জেগে উঠেছে পর্যটনের উচ্ছ্বাস।