ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিলাসপুর জেলার লাল খাদান এলাকায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বহু যাত্রী।
স্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কোরবা-গন্ডিয়া যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো দুমড়ে-মুচড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু যাত্রী।
বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং জানান, এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন এবং সামনের তিনটি বগি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত। উদ্ধারকর্মীরা লোহার ধ্বংসাবশেষ কেটে জীবিতদের বের করার চেষ্টা করছেন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্মীরা একযোগে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
অধিকাংশ আহতকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরদের বিলাসপুর ও রায়পুরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
দুর্ঘটনায় রেললাইনের বৈদ্যুতিক ব্যবস্থা ও সিগন্যাল সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিলাসপুর-কাটনি রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প রুটে ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সিগন্যাল ত্রুটি বা মানবিক ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে নিশ্চিত কারণ জানতে রেলওয়ে বিভাগ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।