পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া রাজ্যের দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী মির আলী সেনা ক্যাম্পে শুক্রবার স্থানীয় সময় দুপুরে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। গাড়িটি ক্যাম্পে ঢোকার পরপরই দুই সশস্ত্র যোদ্ধা গুলি চালিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

পাকিস্তানি সেনাদের পাল্টা গুলিতে তারা নিহত হলেও মুহূর্তের মধ্যে গাড়িতে থাকা বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই চালক ও সাত সেনা সদস্য।

রয়টার্স জানিয়েছে, অন্তত ১৩ জন আহত সেনাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত পিটিভি নিউজের তথ্য অনুযায়ী, সেনারা আফগান সন্ত্রাসীদের হামলা প্রতিহত করে চার জঙ্গিকে হত্যা করেছে। বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে। আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকে টিটিপি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সম্প্রতি পাকিস্তান কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে। এর জেরেই এই হামলা হতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।