আগামীকাল (শুক্রবার) থেকে নতুন যাত্রায় নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এশিয়ান সফরের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এর পরই মুখোমুখি হবে জাপানের।
সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেন, “এশীয় দলগুলো এখন অনেক শক্তিশালী। এই দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। বিশ্বকাপে যে ধরনের চ্যালেঞ্জ আসবে, সেগুলোর অনুশীলনই হবে এখানে।”
তিনি আরও বলেন, “আমরা ব্যক্তিগত সাফল্য নয়, দলের ট্রফির জন্য খেলতে চাই। খেলোয়াড়রা একে অপরের প্রতি সহানুভূতিশীল ও লক্ষ্যভিত্তিক হতে হবে। আমার দরকার এমন খেলোয়াড়, যারা নিজের নয়, দেশের গৌরবের জন্য মাঠে নামবে।”
২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ না জেতা ব্রাজিল নতুন যুগে পা দিয়েছে আনচেলত্তির অধীনে। ইতালিয়ান এই কোচ এখন পর্যন্ত ৪ ম্যাচে দুটি জয় পেয়েছেন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের আগে দলে স্থায়ী ভারসাম্য গড়ে তুলতেই এশিয়ান সফরের এই দুটি ম্যাচ তাদের পরীক্ষার মঞ্চ।