ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা ও আফগান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের কঠোর হুঁশিয়ারি বিশ্বজুড়ে আলোচনায়। শনিবার অ্যাবোটাবাদের কাকুল মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে তিনি বলেন, “ভারতের ভৌগোলিক নিরাপত্তার ভুল ধারণা পাকিস্তানের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ধ্বংস করে দিতে সক্ষম।”
তিনি সতর্ক করে বলেন, “একটি ছোট উসকানিও আমাদের পক্ষ থেকে সীমার বাইরে প্রতিক্রিয়া ডেকে আনবে। যুদ্ধের পরিবেশে কোনো রাষ্ট্র একা নিরাপদ নয়।”
অসীম মুনির বলেন, “যদি নতুন করে বৈরিতা শুরু হয়, পাকিস্তান এমন প্রতিশোধমূলক আঘাত হানবে, যা ভারতের কল্পনারও বাইরে।”
তিনি আরও দাবি করেন, পাকিস্তানের সামরিক ও পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী, যা আঞ্চলিক শক্তির ভারসাম্য নিশ্চিত করতে সক্ষম।
এ বক্তব্য এমন সময়ে এল, যখন আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন প্রাণহানি ঘটেছে।
এর আগে তিনি কাশ্মির ইস্যুতে বলেছিলেন, “কাশ্মির আমাদের জগুরাল শিরা— আমরা আমাদের ভাইদের সংগ্রামে কখনো একা রাখব না।”
. ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান
“একটি ছোট উসকানিও আনবে সীমার বাইরে প্রতিক্রিয়া” অসীম মুনির
