পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে রাজধানী কাম্পালা–গুলু মহাসড়কের কিতালেবা গ্রামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের পর চারটি গাড়ি উল্টে গিয়ে পিষ্ট হয় কয়েকজন পথচারীও।
আহতদের কিরিয়ান্দোঙ্গো হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় রেডক্রস মুখপাত্র আইরিন নাকাসিতা বলেন, “দুর্ঘটনাস্থল যেন এক মৃত্যুপুরী—হাত-পা ভাঙা, রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিল চারপাশে।”
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, সরু রাস্তা, অতিরিক্ত গতি ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই এসব মৃত্যুর মূল কারণ।ৎ

ইএফ/