পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দেশটির উপকূলীয় অঞ্চল দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া ওই বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী, বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
কেসিএএর এক বিবৃতিতে বলা হয়েছে, “বিমানে মোট ১২ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউই বেঁচে নেই।” তবে এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিমানটি কেনিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে উড্ডয়ন করেছিল। মাসাই মারা ন্যাশনাল পার্ক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এলাকা হওয়ায় বিমানটিতে দেশি-বিদেশি পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান দুর্ঘটনা তদন্ত বোর্ড এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত বিমানের প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়া কিংবা মানবিক ভুল—কোনটি দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর মাত্র দুই মাসের মাথায় নতুন এই দুর্ঘটনা কেনিয়ার বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
কর্তৃপক্ষ নিহতদের মরদেহ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে, এবং বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেসিএএ।