ইসরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখী ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের গতিরোধ করেছে। এতে থাকা আন্তর্জাতিক কর্মীদের আটক করা হয়েছে। মানবাধিকার কর্মী ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও গ্রেপ্তার হয়েছেন।
৪০টিরও বেশি নৌযানে ৫০০-র বেশি কর্মী গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের জাহাজে পানি কামান ছুড়ে, যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে ও গ্রেপ্তার অভিযান চালায়।
ইসরায়েল দাবি করছে, কর্মীরা অবৈধভাবে নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। তবে আন্তর্জাতিক আইন বলছে, মানবিক ত্রাণ সরবরাহ বাধা দেওয়ার অধিকার নেই কোনো দেশের।
মাদ্রিদ, মেক্সিকো সিটি, বুয়েনস এইরেসসহ বিভিন্ন শহরে এই ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সংগঠকরা বলছেন, ইসরায়েলের এ পদক্ষেপ মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ত্রাণ আটকানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে।