আরব সাগরে গঠিত মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। উপকূলে আঘাত হানার আগেই এটির শক্তি ক্ষয় হতে শুরু করে, ফলে ভারতের মহারাষ্ট্রে জারি করা রেড অ্যালার্ট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে ভারতের আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে গুজরাটের দরকা শহর থেকে প্রায় ৯৪০ কিলোমিটার এবং নালিয়া থেকে ৯৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি দ্রুতই একটি নিম্নচাপের এলাকায় রূপ নেবে।
আবহাওয়া বিভাগের পরিচালক ড. একে দাস স্থানীয় গণমাধ্যমকে বলেন, “আগামী তিন দিন দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বাতাসের গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।”
যদিও ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূলে বড় কোনো প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে, তবে আফগানিস্তানের কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে তিন দিন আগে ঘূর্ণিঝড়টি প্রবল আকার ধারণ করলে উপকূলজুড়ে সতর্কতা জারি করা হয়। জেলেদের সাগরে না যেতে বলা হয় এবং রাজ্যজুড়ে দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম শুরু হয়।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে আরব সাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়েছে, তবে সেগুলোর বেশিরভাগই স্থলভাগে পৌঁছার আগেই দুর্বল হয়ে যায়।