২০২১ সালে ক্ষমতা দখলের পর প্রথমবার ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন আফগান তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তার সফরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তালেবান নেতাদের বিদেশ ভ্রমণে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। এর ফলে মুত্তাকির নয়াদিল্লি সফরের পথ সুগম হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতা, শুকনো ফল রপ্তানি, স্বাস্থ্য খাতে সুবিধা, কনস্যুলার সেবা ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে।

ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে মানবিক সহায়তার মাধ্যমে সম্পর্ক বজায় রেখেছে। আফগানিস্তানে ভূমিকম্পের পর সাম্প্রতিক ত্রাণ কার্যক্রম এ সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।

এর আগে মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে মুত্তাকি কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা করেছিলেন। সেটিই ছিল দুই দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম যোগাযোগ।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নয়াদিল্লি সফরের আগে মুত্তাকি রাশিয়াও সফর করবেন। বর্তমানে শুধুমাত্র রাশিয়াই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নয়াদিল্লি সফর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।