ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে দেশটির পূর্ণ সার্বভৌমত্ব কার্যকর হবে।
বুধবার (২২ অক্টোবর) মাত্র এক ভোটের ব্যবধানে—২৫-২৪ ভোটে—বিলটি অনুমোদিত হয় বলে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটির বিরোধিতা করেছেন। তার নেতৃত্বাধীন লিকুদ পার্টির বেশিরভাগ সদস্য ভোটদানে অংশ নেননি বা বিরত থাকেন। কিন্তু দলের প্রবীণ সদস্য ইউলি এডেলস্টাইন প্রধানমন্ত্রীর অবস্থানের বিপরীতে ভোট দেন, যা বিলটি পাসে নির্ণায়ক ভূমিকা রাখে।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের এমন দখলমূলক উদ্যোগের প্রতি সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিলটি এখনো চূড়ান্তভাবে আইনে পরিণত হয়নি। নেসেটে আরও কয়েকটি ধাপের অনুমোদন পেলে সেটি কার্যকর হবে।
তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিভাজন সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়াবে।