আফগান সীমান্তসংলগ্ন কুররাম জেলায় বুধবার সকালে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের পর জঙ্গিরা অতর্কিত গুলি চালায়। এতে দুই কর্মকর্তা-সহ ১১ সেনা নিহত হন।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। পরে সেনাবাহিনী পাল্টা অভিযানে ১৯ জঙ্গিকে হত্যা করে।

সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে জঙ্গি হামলা বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, আফগান সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণ না করলে এ হামলার প্রবণতা আরও বাড়বে।