লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুককে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। সম্প্রতি সহিংসতায় রূপ নেওয়া লাদাখের রাজ্যের মর্যাদা দাবির আন্দোলনের পর শুক্রবার তাকে আটক করা হয়।

লাদাখ পুলিশের প্রধান এসডি সিং জামওয়াল এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ওয়াংচুক পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং আটক এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তার যোগাযোগ ছিল। পুলিশের অভিযোগ, তিনি গোপনে তথ্য সরবরাহ করতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে, যেখানে দীর্ঘ সময় জামিন ছাড়া কারাবন্দি থাকতে হয়। বর্তমানে তাকে রাজস্থানের যোধপুর কারাগারে নেওয়া হয়েছে।

অন্যদিকে লেহ শহরে কারফিউ জারি এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে গুজব বা উত্তেজনা না ছড়ায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওয়াংচুক গত সপ্তাহে বক্তব্যে আরব বসন্ত ও বাংলাদেশের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে উত্তেজনা ছড়িয়েছিলেন।

মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলছে, রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার প্রবণতা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।