ভারতের উত্তর প্রদেশে ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বারেলি জেলায় জুমার নামাজের পর শুক্রবার অনুষ্ঠিত এক সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত একজন মুসলিম নেতা গ্রেফতার হন এবং বহু সমর্থককে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম তৌকির রাজা খান, যিনি ইতেহাদ-এ-মিল্লাত কাউন্সিলের প্রধান ও স্থানীয় প্রভাবশালী ধর্মীয় নেতা। পুলিশের দাবি, রাজার বাড়ির বাইরে অনুমতি ছাড়া সমাবেশ করে সমর্থকরা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ ‘আই লাভ মুহাম্মদ’ লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। প্রশাসনের দাবি, বাইরের কিছু উসকানিমূলক গোষ্ঠীও এই ঘটনায় জড়িত ছিল।

ঘটনার সূত্রপাত কানপুরে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রার সময় পোস্টার টানানো নিয়ে হিন্দু-মুসলিম উত্তেজনা থেকে। পরে দেশজুড়ে ‘আই লাভ মুহাম্মদ’ ও পাল্টা ‘আই লাভ মহাদেব’ আন্দোলন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারেলিতে পুলিশের পক্ষ থেকে এক হাজার সাতশরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।