চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হবে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর)। এর আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন এ বছর তারই নোবেল পাওয়া উচিত। এই দাবির পর নরওয়ের রাজনৈতিক মহলে দেখা দিয়েছে আতঙ্ক ও অস্বস্তি।

নোবেল বিজয়ী নির্ধারণ করে নরওয়ের নোবেল কমিটি। যদিও এ কমিটি সরকারনিরপেক্ষ, তবুও ট্রাম্পের আচরণে তারা উদ্বেগে রয়েছে। নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতি বিষয়ক মুখপাত্র বলেন,

“ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে। বাকস্বাধীনতা রুদ্ধ হচ্ছে, আদালতের ওপর হামলা চলছে। তাই আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাই।”

নোবেল কমিটির পরিচালক ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন বলেন, তারা সোমবারই বিজয়ীর নাম নির্ধারণ করেছেন, যা হামাস–ইসরায়েল যুদ্ধের আগেই। ফলে যুদ্ধবিরতির ভূমিকা বিবেচনায় নেওয়া হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের দাবি ও নোবেল প্রক্রিয়া একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। তবুও তিনি নিজেকে ‘শান্তির দূত’ প্রমাণ করতে বারবার বলছেন— “আমি সাতটি যুদ্ধ বন্ধ করেছি, নোবেল আমিই প্রাপ্য।”