নেপালে চলমান জেন জি আন্দোলন দমনে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে। পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে, ৮ ও ৯ সেপ্টেম্বর দুই দিনে দেশজুড়ে ১৩ হাজারেরও বেশি বার গুলি ছোড়া হয়েছে, যার মধ্যে প্রায় দুই হাজার রাউন্ড ছিল প্রাণঘাতী অস্ত্র থেকে।
প্রতিবেদন অনুযায়ী, শুধু কাঠমান্ডুতেই ৬ হাজারের বেশি গুলি ছোড়া হয় এর মধ্যে ১ হাজার ৩২৯টি লাইভ বুলেট, ১ হাজার ৪২০টি রাবার বুলেট ও হাজারের বেশি টিয়ারশেল। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের অধিকাংশই উচ্চ গতির গুলিতে প্রাণ হারিয়েছেন।
নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, গুলির সঠিক সংখ্যা যাচাই চলছে। পুলিশের একাধিক আঞ্চলিক কার্যালয়ের নথি পুড়ে যাওয়ায় তথ্য সংগ্রহে বিলম্ব হচ্ছে। বর্তমানে উপ-পরিদর্শক জেনারেল দীপক রেগমির নেতৃত্বে একটি তদন্ত কমিটি কাজ করছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, সরকার ইচ্ছাকৃতভাবে আন্দোলন দমনে ‘লেথাল উইপন’ ব্যবহার করেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে নেপাল সরকার।