ভারতের লাদাখে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় কেন্দ্রীয় সরকার কারফিউ জারি করেছে। দুই দিনের সংঘর্ষে চারজন নিহত ও ৯০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভকারীরা সরকারি ভবন ও বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। লেহ শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সরকারের অভিযোগ, জলবায়ুকর্মী সোনাম ওয়াংচুকের বক্তব্যে মানুষ উসকানি পেয়েছে।
রাতভর অভিযানে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কংগ্রেস নেতা ফুন্তসোগ স্তানজিন সেপাগও থাকতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র যদি দাবি না মেনে কঠোর পদক্ষেপ নেয় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে।