জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইরান। শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
তেহরান অভিযোগ করেছে, এই তিন দেশ ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ করছে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি দেওয়া এক চিঠিতে ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলে।
নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের সামরিক, ব্যাংকিং ও নৌপরিবহন খাত আন্তর্জাতিক সহযোগিতা থেকে বিচ্ছিন্ন হবে। এরই মধ্যে রিয়ালের দরপতন শুরু হয়েছে।
ইরানের পারমাণবিক কমিশনের প্রধান মোহাম্মদ এসলামি আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সমালোচনা করে বলেন, “আমাদের স্থাপনায় হামলা হলো, অথচ কোনো নিন্দা পর্যন্ত জানানো হয়নি।” চীন ও রাশিয়া এই পদক্ষেপ ছয় মাসের জন্য স্থগিত করতে প্রস্তাব দিলেও তা পাস হয়নি।