ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণের শানিওয়ারওয়াড়া দুর্গে কয়েকজন মুসলিম নারী নামাজ পড়েন। ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি সংসদ সদস্য মেধা কুলকার্নির নেতৃত্বে নেতাকর্মীরা ওই স্থানে ‘গোমূত্র শুদ্ধিকরণ’ কার্যক্রম চালান।
এ ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। বিরোধী মহাযুতি জোট নেতারা বলেছেন, এটি হিন্দু-মুসলমান বিভাজন তৈরি করার চেষ্টা।
বিজেপি এমপি মেধা কুলকার্নি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে বলেছেন, নামাজ পড়তে চাইলে মসজিদে যাওয়ার পরামর্শ।