সৌদি আরবে অভিবাসন ও শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১১ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে চালানো অভিযানে ২১ হাজার ৬৩৮ জনকে আটক করা হয়। এর মধ্যে প্রায় ১৩ হাজারের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ৪ হাজার ৫০০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভেঙেছেন এবং প্রায় ৪ হাজার ১৫০ জন শ্রম আইন ভঙ্গের দায়ে ধরা পড়েছেন।

অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় আরও এক হাজারের বেশি মানুষ আটক হন। এদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপীয় এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

বর্তমানে প্রায় ৩২ হাজার প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে অনেকে নিজ দেশের দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের অপেক্ষায় আছেন। ইতোমধ্যে ১৩ হাজারের বেশি মানুষকে নিজ দেশে পাঠানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশ বা অন্যকে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানার শাস্তি হতে পারে। স্থানীয় গণমাধ্যম বলছে, নিয়মিত অভিযানের ফলে দেশটিতে প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।