আফ্রিকার দেশ মালি ঘোষণা দিয়েছে, এখন থেকে দেশটিতে ভ্রমণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা নিতে চাইলে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে।
এই পদক্ষেপ এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নীতির প্রতিক্রিয়ায় যেখানে মালির নাগরিকদের মার্কিন ভিসার জন্য একই অঙ্কের বন্ড দিতে হবে বলা হয়েছিল।
গত শুক্রবার মালিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে এই বন্ড পদ্ধতি কার্যকর করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়লে আবেদনকারীরা বন্ড ফেরত পাবেন।
তবে এর জবাবে রোববার মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তে তারা “গভীর দুঃখ” প্রকাশ করছে এবং দুই দেশের দীর্ঘদিনের মাল্টিপল এন্ট্রি চুক্তির পরিপন্থী বলেও মন্তব্য করে।
বিবৃতিতে বলা হয়, “দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় মালি একই শর্তে মার্কিন নাগরিকদের ওপর বন্ড ব্যবস্থা চালু করছে।”
ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন রোধকে অগ্রাধিকার দিয়ে জাম্বিয়া ও মালাবি নাগরিকদের জন্যও একই ধরনের বন্ড নীতি চালু করেছিল। এ নিয়ে আফ্রিকার একাধিক দেশ এই সিদ্ধান্তকে “অপ্রয়োজনীয় আর্থিক চাপ” বলে সমালোচনা করেছে।