জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সার্চ অ্যালগরিদম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা গ্লোবাল উইটনেস জানিয়েছে, টিকটক এমনভাবে সার্চ সাজেশন দিচ্ছে, যা অপ্রাপ্তবয়স্কদের সরাসরি পর্নোগ্রাফিক কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে।
তদন্তে সংস্থাটি ১৩ বছর বয়সী ব্যবহারকারীর পরিচয়ে ৭টি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলে পর্যবেক্ষণ চালায়। ফোনগুলো ফ্যাক্টরি-রিসেট করা ছিল যাতে কোনো পুরনো সার্চ ইতিহাস না থাকে। এরপরেও কয়েকটি সাধারণ কীওয়ার্ড সার্চ দিতেই আসে যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও ও প্রাপ্তবয়স্ক সাজেশন।
প্রতিবেদনটি প্রকাশ পায় এমন সময়, যখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন কার্যকর হয়েছে।
গ্লোবাল উইটনেস বলছে, “অ্যাকাউন্ট তৈরি করার পর মাত্র কয়েক ক্লিকের মধ্যেই শিশু ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্ক কনটেন্টের সামনে চলে আসে।”
এ বিষয়ে টিকটক জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়েছে। কোম্পানির মুখপাত্র বলেন, “নীতিবিরোধী কনটেন্ট অপসারণ করা হয়েছে এবং সার্চ সাজেশন ফিচারে উন্নয়ন আনা হয়েছে।”
তবে টিকটক নিজেই জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্ল্যাটফর্ম থেকে সরানো কনটেন্টের প্রায় ৩০ শতাংশই ছিল সংবেদনশীল থিম সম্পর্কিত।
যুক্তরাজ্যের আইনজীবীরা বলছেন, “এটি অনলাইন সেফটি অ্যাক্টের স্পষ্ট লঙ্ঘন।”