ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরে তিনি এক বক্তৃতায় মোদিকে ‘খুনি’ আখ্যা দিয়ে দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা চারদিনের যুদ্ধ তার হস্তক্ষেপেই থেমেছিল।

ট্রাম্পের এমন বক্তব্যে ভারতের রাজনীতিতে ঝড় উঠেছে। বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ট্রাম্প যেভাবে একের পর এক দেশে গিয়ে মোদিকে অপমান করছেন, তা ভারতের জন্য লজ্জাজনক। অথচ মোদি কোনো প্রতিবাদ না করে নীরব ভূমিকা নিচ্ছেন।

এক্সে (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে রাহুল লিখেছেন, ট্রাম্প প্রকাশ্যে বলছেন, বাণিজ্য চুক্তির নামে মোদিকে ভয় দেখিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন। সাতটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথাও তিনি বলছেন। মোদিজি, ভয় পাবেন না— ট্রাম্পের অপমানের জবাব দেওয়ার সাহস দেখান।

দক্ষিণ কোরিয়ায় এক ব্যবসায়িক আলোচনায় ট্রাম্প বলেন, আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চেয়েছিলাম, কিন্তু তখন ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়। আমি মোদিকে ফোন করে বলি— এখন চুক্তি সম্ভব নয়, কারণ আপনি যুদ্ধ করছেন। এরপর পাকিস্তানকেও একই কথা জানাই। পরে উভয়পক্ষই থেমে যায়, যা আমার কাছে ছিল অসাধারণ অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, মোদি দেখতে খুব ভদ্র ও আকর্ষণীয় মানুষ। কিন্তু তিনি আসলে কঠোর স্বভাবের। আমি তাঁকে বলেছিলাম, আপনি কি সত্যিই যুদ্ধ করতে যাচ্ছেন? তখন তাঁর উত্তর শুনে আমি বিস্মিত হয়েছিলাম।

ট্রাম্পের এসব মন্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র সমালোচনা। কংগ্রেসের অভিযোগ, আন্তর্জাতিক পরিসরে দেশকে ছোট করে দেখানোয় মোদির নীরবতা ভারতের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।