অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তা আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে দেশটির দূতাবাস। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার করার মাধ্যমে মানব পাচার, প্রাণহানি ও শোষণ বন্ধ করা হচ্ছে।

পোস্টে বলা হয়, “অবৈধ অভিবাসন শুধু সংশ্লিষ্ট দেশের জন্য নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি।”