যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় একটি সেমি-ট্রাকের ধাক্কায় তিনজনের প্রাণহানি ঘটেছে। ট্রাকটি চালাচ্ছিলেন ২১ বছর বয়সী অবৈধ ভারতীয় অভিবাসী জাসনপ্রিত সিং। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, জাসনপ্রিতের ট্রাকটি হঠাৎ গতিবেগ বাড়িয়ে সামনে ধীরে চলা গাড়িগুলোর ওপর ছুটে যায়। মুহূর্তেই একাধিক গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন ও কয়েকজন গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, জাসনপ্রিত মাদকাসক্ত ছিলেন এবং তিনি ব্রেক চাপার সুযোগই পাননি। পরীক্ষায় তার শরীরে মাদকের উপস্থিতি নিশ্চিত হয়। দুর্ঘটনায় তিনিও আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাসনপ্রিত সিং ২০২২ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তাকে আটক করলেও ‘আটকের বিকল্প নীতি’ অনুযায়ী পরে ছেড়ে দেওয়া হয়।

এর আগে আগস্ট মাসে আরেক ভারতীয় অভিবাসী হারজিন্দার সিং ফ্লোরিডায় একইভাবে ট্রাক দুর্ঘটনায় তিনজনকে হত্যা করেছিলেন। এসব ঘটনায় অবৈধ অভিবাসীদের ওপর যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ইএফ/