বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে শীর্ষ ১০ দেশের বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের হালনাগাদ সূচকে দেশটির অবস্থান নেমে এসেছে ১২তম স্থানে যা ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষ দশের বাইরে।

একসময় পাসপোর্টের ক্ষমতায় বিশ্বে প্রথম ছিল যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে এক নম্বর, ২০১৫ সালে দ্বিতীয়, ২০২৪ সালে সপ্তম আর এবার ১২তম। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসামুক্ত বা আগাম ভিসা সুবিধা পান।

সূচক তৈরির জন্য আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ওপর ভিত্তি করে কোন দেশের নাগরিক কতটি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন, তা বিবেচনা করা হয়। এবার ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্রাজিল, চীন, মিয়ানমার, সোমালিয়া, ভিয়েতনামসহ কয়েকটি দেশের ভিসা নীতির পরিবর্তন যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রভাবিত করেছে। একইভাবে যুক্তরাজ্যও অবনমন ঘটিয়ে অষ্টম স্থানে নেমে গেছে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন শুধু ভ্রমণ নয়, বরং বিশ্ব কূটনীতিতেও প্রভাব ফেলছে— যা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক ও ভ্রমণ সুবিধার নতুন বাস্তবতা তৈরি করতে পারে।