বুধবার সকালে ইসরায়েলি সেনারা মসজিদে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

হেবরনের আল-আওকাফা বিভাগের পরিচালক আমজাদ কারাজেহ বলেন, “এটি মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন এবং স্পষ্ট উস্কানি।”

মসজিদ বন্ধের পাশাপাশি জাবের, সালাইমেহ ও ওয়াদি আল-হুসাইন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় পুরো হেবরনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এর আগের দিনই ইসরায়েলি মন্ত্রী বেন-গিভির আল-আকসায় প্রবেশ করে দখল দাবি করেছিলেন, যা সৌদি আরবসহ মুসলিম বিশ্বের তীব্র নিন্দা কুড়িয়েছে।