ভূমধ্যসাগরের উত্তাল পানিতে গাজার উদ্দেশে এগিয়ে চলেছে “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”—বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকদের অংশগ্রহণে গঠিত মানবিক নৌবহর। এরই একটি জাহাজ কনশানস-এ অবস্থান করছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানিয়েছেন, তাদের জাহাজের ওপর দিয়ে একাধিক ইসরায়েলি যুদ্ধবিমান উড়ে গেছে, যা যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

ফ্লোটিলার সদস্যরা গাজার মানুষের জন্য ওষুধ, খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম বহন করছেন। শহিদুল আলম এক বার্তায় বলেন, “আমরা জানি না কখন বা কোথায় আমাদের আটকানো হতে পারে, কিন্তু আমরা মিশন চালিয়ে যাব।”

আরেক যাত্রী জানান, “আমাদের জাহাজে থাকা বাক্সগুলো গাজাবাসীর জন্য ওষুধ ও ত্রাণে পরিপূর্ণ। ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না।”

বর্তমানে ফ্লোটিলাটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তাদের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তবে তারা জানিয়েছে—এই মানবিক মিশন যে কোনো মূল্যে শেষ করা হবে।

উল্লেখ্য, শহিদুল আলমের নেতৃত্বে থাকা কনশানস ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ, যা গত ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা শুরু করে।