গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। তার চিকিৎসা হবে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। রবিবার রাতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “দেরিতে হলেও সরকার যে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা সাধুবাদ জানাই।”
গত ২৯ আগস্ট রাজধানীতে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত হন নূর। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
বিবৃতিতে দায়ীদের শাস্তির দাবি জানিয়ে বলা হয়, “যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে নূরকে বিদেশে চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।