গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত হচ্ছে “গাজা শান্তি সম্মেলন”। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
রোববার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, সিসির আমন্ত্রণে আব্বাস সম্মেলনে অংশ নিচ্ছেন।
৮৯ বছর বয়সী ফিলিস্তিনি নেতা আব্বাস বর্তমানে পশ্চিম তীরের ক্ষমতাসীন রাজনৈতিক জোট প্যালেস্টাইনিয়ান অথরিটির প্রধান। তিনি বহুদিন ধরেই গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধিতা করে আসছেন।
২০০৬ সালের নির্বাচনে হামাসের কাছে পরাজয়ের পর ফাত্তাহকে গাজা থেকে বিতাড়িত করা হয়। এরপর আর কোনো নির্বাচন হয়নি সেখানে। সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবিত “গাজা পুনর্গঠন পরিকল্পনা”-তে হামাসকে প্রশাসন থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মাহমুদ আব্বাস ইতোমধ্যে এই উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্মেলনে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানসহ বিশ্বের ২০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।