দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর পরপর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে এবং ৬৫ জন এখনো নিখোঁজ। ফলে নিহত-নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে।
দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে সোমবার রাতে এক বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে নদী-হ্রদের পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বন্যা শুরু হয় পাঁচটি প্রদেশে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিদালগো ও ভেরাক্রুজ প্রদেশ।
হিদালগোতে ২৯ জন নিহত এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন, আর ভেরাক্রুজে মারা গেছেন ২১ জন, নিখোঁজ ৪৩ জন। বাকি প্রদেশগুলোর পরিস্থিতিও নাজুক। বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত এক লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম বলেন, “উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার জন্য শিগগিরই মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করা হবে।”