ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজ্যসভার এমপিদের জন্য নির্মিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থল বিশম্ভর দাস মার্গ এলাকায় অবস্থিত।
স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ছয়টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি ব্যাপক হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল কর্মকর্তারা জানান, ভবনের ফায়ার হাইড্রেন্ট ও পানি সরবরাহ ব্যবস্থা কাজ করছিল না, যা আগুন নেভাতে বাধা সৃষ্টি করেছে।
একজন বাসিন্দা বলেন, “আমরা আগুন দেখতে পেয়ে ফায়ার হাইড্রেন্ট চালু করার চেষ্টা করি, কিন্তু কোথাও পানি পাইনি।”
ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের নিচের দুটি তলায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দিল্লি দমকল বিভাগ।
দিল্লিতে রাজ্যসভার এমপি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড
