ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বুধবার (১৫ অক্টোবর) রাতে আরও পাঁচ জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দেবে। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, হামাস রাতে মরদেহ হস্তান্তর করতে পারে।
গত সোমবার ২০ জীবিত ও চার মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়। বৃহস্পতিবার আরও পাঁচ মরদেহ হস্তান্তরের জন্য প্রস্তুতি চলছে। মৃতদের মধ্যে একজন ২০২৪ সালের মার্চে হামাসের হাতে নিহত হয়েছেন। বাকি তিনজন ফাস্ট সার্জেন্ট তামির নিমরোদি, ওরিয়াল বারুচ ও ইতান লেভি ২০২৩ সালের হামলায় নিহত হয়েছিলেন।
হামাসের দাবি, এই হস্তান্তরের মাধ্যমে মোট ৭–৮ মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়া হবে। এখনও ২০–২১ জনের মরদেহ বাকি রয়েছে, যাদের মধ্যে অনেকের অস্তিত্ব আর নিশ্চিত নয়।