সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সিনিয়র ওলামা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শায়খ ড. সালেহ বিন হুমাইদ। মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম মসজিদে নববীর খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাকে দেশটির গ্র্যান্ড মুফতি সিনিয়র ওলামা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছে মসজিদুল হারাম নববী বিষয়ক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন। সৌদি রয়্যাল কোর্ট শিগগিরই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানানো হয়েছে।

ইনসাইড দ্য হারামাইন বলছে, শায়খ ড. সালেহ বিন হুমাইদকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে ইনসাইড দ্য হারামাইনকে। সৌদি রয়্যাল কোর্ট শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

শায়খ ড. সালেহ বিন হুমাইদ দীর্ঘদিন ধরে মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামি আইন ও নীতি নির্ধারণে তার গভীর অভিজ্ঞতা রয়েছে। নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পরিষদের নেতৃত্ব দেবেন।

শায়খ ড. সালেহ বিন হুমাইদ চলতি বছর ২০২৫ সালে অনুষ্ঠিত হজের খুতবা প্রদান করেছিলেন মসজিদে নামিরা থেকে।

গতকাল সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকালের পর তিনি এই দায়িত্ব পেতে যাচ্ছেন। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ, শায়খ আবদুল আজিজ বিন বায ও শায়খ আবদুল আজিজ আল-শায়খের পর তিনি দেশটির চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে এই দায়িত্ব পেতে যাচ্ছেন।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন