মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভিরের প্রবেশ ও উস্কানিমূলক ঘোষণায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সেনা ও পুলিশের পাহারায় তিনি মসজিদে প্রবেশ করেন এবং ঘোষণা দেন ‘আল-আকসা এখন ইসরায়েলের মালিকানাধীন ভূমি।’
ঘটনার নিন্দা জানিয়ে সৌদি আরব এক বিবৃতিতে বলেছে, দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও বসতি স্থাপনকারীদের তাণ্ডব অগ্রহণযোগ্য। তারা পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি স্থিতি পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে।
১৭৫৭ সালে উসমানীয় শাসনামলে আল-আকসায় অমুসলিম প্রার্থনা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ১৯৬৭ সালের যুদ্ধের পরও সেই নীতি বহাল থাকে। তবু ইসরায়েলের এই পদক্ষেপ আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে।