বেনাপোল সীমান্তে কার্গো ট্রাকভর্তি আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।
২৩ সেপ্টেম্বর সকালে পৌর ট্রাক টার্মিনালের সামনে অভিযান চালিয়ে শাড়ি, থ্রি-পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার ও কসমেটিক্স জব্দ করা হয়।
মাগুরার চালক আব্দুল মালেক (৪৬) ও হেলপার অন্তর কর্মকার (২৯) কে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছে ২০ হাজার টাকার বিনিময়ে এসব পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছিল।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জব্দ পণ্য কাস্টমসে জমা এবং ট্রাক থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।