ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে লেবাননে বড় সমাবেশ আয়োজন করেছে সংগঠনটি। শনিবার বৈরুতের দক্ষিণ উপশহরসহ বিভিন্ন স্থানে হাজারো সমর্থক সমবেত হয়ে তাকে শ্রদ্ধা জানান।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বাঙ্কার ভেদী বোমা হামলায় প্রাণ হারান নাসরুল্লাহ। তিন দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে তিনি হিজবুল্লাহকে লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন।
নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ বড় ধাক্কা খেলেও সংগঠনটি এখনও নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করছে। সমাবেশে নতুন মহাসচিব নাঈম কাসেম বক্তৃতা দিয়ে বলেন, “আমরা প্রতিরোধ চালিয়ে যাব, শহীদ নাসরুল্লাহর আদর্শই আমাদের পথপ্রদর্শক।”
বৈরুতের উপকূলে নাসরুল্লাহর প্রতিকৃতি স্থাপন নিয়ে বিরোধীরা আপত্তি জানালেও অনুসারীরা তা চালিয়ে যাচ্ছে। স্থানীয় বিশ্লেষকরা বলছেন, নাসরুল্লাহর মৃত্যু এক বছর পেরোলেও হিজবুল্লাহর প্রভাব এখনো লেবাননসহ আঞ্চলিক রাজনীতিতে অটুট রয়েছে।