আর্থিক সংকোচন নীতির অংশ হিসেবে গ্রিস সরকার আশ্রয়প্রার্থীদের সামাজিক সুবিধা কমানোর ঘোষণা দিয়েছে। এর ফলে বছরে ব্যয় ৪০০ মিলিয়ন ইউরো থেকে নেমে আসবে ২৮৮ মিলিয়নে।
সরকার ‘হেলিওস’ নামের আবাসন কর্মসূচিতে দেওয়া ভর্তুকি বন্ধ করছে। অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, এখন থেকে আশ্রয়প্রার্থীদের নগদ ভর্তুকি না দিয়ে পেশাগত প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় সহায়তা করা হবে।
তিনি বলেন, “গ্রিসে আশ্রয় পেলে কাজের সুযোগ দেওয়া হবে, দান নয়।” এই নীতিতে রাজধানী এথেন্সের আশ্রয়কেন্দ্রগুলোও ধীরে ধীরে বন্ধ করে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।