জাতিসংঘের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, “জাতিসংঘ যদি অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে, তবে ইরান আর এনপিটির সদস্য থাকবে না।”
১৯৭০ সালে শাহ রেজা পাহলভীর আমলে ইরান এনপিটি স্বাক্ষর করেছিল। তবে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) অভিযোগ করছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ নয়; বরং সহজেই তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে হওয়া জ্যাকোপা চুক্তি ভঙ্গের পর থেকে ইরানের ওপর চাপ আরও বাড়তে থাকে। ট্রাম্প প্রশাসনের আমলেই যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যায়।
আইএইএ পরিদর্শকদের বারবার বাধা দেওয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ এবং আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘ শনিবার রাত থেকেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই ইরান হুঁশিয়ারি দিল কঠোর প্রতিক্রিয়ার।
বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যিই এনপিটি থেকে বেরিয়ে যায় তবে বৈশ্বিক নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়বে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা ভয়াবহ আকার নিতে পারে।