দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুটি এয়ারক্রাফটই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল।
সোমবার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা এপি জানায়, রোববার বিকেলে ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ও একটি এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টার স্বল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় পতিত হেলিকপ্টারের তিন ক্রু সদস্য ও যুদ্ধবিমানের দুই পাইলট ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন। মোট পাঁচজনই “সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায়” আছেন বলে জানিয়েছে ফ্লিট কর্তৃপক্ষ।
দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানায় মার্কিন নৌবাহিনী।
এপি আরও জানায়, অবসর গ্রহণের আগে ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশনে অংশ নিচ্ছে। পুরো গ্রীষ্মকাল মধ্যপ্রাচ্যে অবস্থান শেষে এটি এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেস কিটস্যাপের পথে রয়েছে।
এদিকে রয়টার্স জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে রণতরীটি ওই এলাকায় মোতায়েন করা হয়েছিল।
মার্কিন নৌবাহিনীর রণতরীতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস গেটিসবার্গ ভুলবশত ট্রুম্যান থেকে উড্ডয়ন করা এক যুদ্ধবিমানকে ভূপাতিত করে। এরপর চলতি বছরের এপ্রিল ও মে মাসেও একই ধরনের দুটি দুর্ঘটনা ঘটে, যদিও কোনও নৌসেনা নিহত হননি। ঘটনাগুলোর তদন্ত শেষ হলেও চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
ইএফ/