সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় ইল্লাম জেলা, যেখানে একা ৩৭ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক সুনিতা নেপাল জানান, “ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে গেছে, উদ্ধারকর্মীদের হেঁটে যেতে হচ্ছে। ফলে উদ্ধার তৎপরতা বিলম্বিত হচ্ছে।”
রাজধানী কাঠমান্ডু ও আশপাশের এলাকাগুলোর নদীগুলোও প্লাবিত। কয়েকটি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেনাবাহিনী হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করে উদ্ধারকাজ চালাচ্ছে।
দশিন উৎসব উপলক্ষে আসা বহু ভারতীয় পর্যটক বর্তমানে কাঠমান্ডু ও ইল্লামের হোটেলে আটকা পড়েছেন। প্রশাসন জানায়, আবহাওয়া কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সরানো সম্ভব নয়।