যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ইতিমধ্যেই তিন-চতুর্থাংশেরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “এটি সন্ত্রাসবাদের পুরস্কার ছাড়া আর কিছু নয়।”
অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, পশ্চিম তীর দখলের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে।