ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আগ্রাসন বন্ধে মিসরে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক আলোচনায় যুদ্ধবিরতির জন্য ছয়টি শর্ত ঘোষণা করেছে হামাস। সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহোম মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানান।

তিনি বলেন, “আমাদের প্রতিনিধিরা মিসরে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কাজ করছেন এবং সব বাধা অতিক্রমের চেষ্টা করছেন।”

হামাসের দেওয়া ছয়টি শর্ত হলো—

১️. স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা,

২. গাজার সব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার,

৩️. ত্রাণ চলাচলে কোনো বাধা না দেওয়া,

৪️. বাস্তুচ্যুত গাজাবাসীদের নিজ গৃহে ফেরার সুযোগ,

৫️. ফিলিস্তিনি প্রশাসনের তত্ত্বাবধানে গাজা পুনর্গঠন,

৬️. এবং ন্যায্য বন্দি বিনিময় চুক্তি।

বারহোম অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ করছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থন নিয়েও ইসরায়েল গাজায় জয়ের ভুয়া ভাবমূর্তি তৈরি করতে পারেনি।”

মিসরে চলমান এই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কূটনৈতিক সূত্র বলছে, উভয় পক্ষই ‘মানবিক বিরতি’ নিয়ে আলোচনা করছে, যা পরবর্তীতে স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে।