আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিমানবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে হওয়া এ হামলায় নিষিদ্ধ সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

‘পাকিস্তান অবজারভার’-এর প্রতিবেদনে বলা হয়, হামলার সময় নূর ওয়ালি মেসুদের গাড়ি কাবুলে চলাচল করছিল। নিশানাভিত্তিক এ আক্রমণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়। ধারণা করা হচ্ছে, সঙ্গে থাকা ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন। তবে এখনো সরকারি কোনো ঘোষণা আসেনি।

টিটিপির প্রধান হিসেবে নূর ওয়ালি মেসুদ পাকিস্তানের ‘সবচেয়ে বড় ওয়ান্টেড’ ব্যক্তি ছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিটিপির হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হন।

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার বলেন, “অনেক হয়েছে, আর এমন হামলা সহ্য করা হবে না।” তার বক্তব্যের কিছু ঘণ্টা পরেই কাবুলে বিমান হামলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং পরে আকাশে বিমান চক্কর দিতে দেখেছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাবুলে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে পোস্ট করে হামলার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, “বিস্ফোরণের মাত্রা খুব বেশি ছিল না। সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি।”