মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ানের বার্ষিক সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে এটি ছিল গুরুত্বপূর্ণ আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার জানিয়েছে, জয়শঙ্করের এক্স হ্যান্ডলে প্রকাশিত বার্তায় তিনি বলেছেন, “আজ সকালে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
বৈঠকে চুক্তির বিভিন্ন দফা আলোচনার অগ্রগতি, অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত জটিল বিষয় নিয়ে কথা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্তের ধারা দুই দেশের মধ্যেই বেশ কাছাকাছি।
এছাড়া আসিয়ানের ফ্রেমে জয়শঙ্কর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোর মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সমন্বয় আরও মজবুত করা।
চুক্তি সংক্রান্ত আলোচনায় এখনও পর্যন্ত পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রুবিওর সঙ্গে জয়শঙ্করের সাম্প্রতিক বৈঠক এই প্রক্রিয়ায় নতুন গতি যোগ করতে পারে।
উল্লেখ্য, আসিয়ান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছর সম্মেলনে সরাসরি উপস্থিত হননি, তিনি ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখেছেন। মোদি বলেন, “একবিংশ শতাব্দী আমাদের শতাব্দী। এটি ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ।”
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনার এই নতুন দিক ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক কৌশলে গুরুত্ব বহন করছে। বিশেষজ্ঞরা বলছেন, জয়শঙ্কর-রুবিও বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার সম্ভাবনা সৃষ্টি করতে পারে।