জার্মানিতে উদ্ভাবনী কর্মকাণ্ডে অভিবাসীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, দেশটির প্রতি সাতটি উদ্ভাবনের একটি এখন অভিবাসী বা বিদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের অবদান।

জার্মান ইনস্টিটিউট ফর ইকনমিক রিসার্চের প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে নিবন্ধিত পেটেন্টের ১৪ শতাংশে বিদেশি বংশোদ্ভূতরা যুক্ত ছিলেন। ২০০০ সালে এই হার ছিল মাত্র ৪.৯ শতাংশ। গত দুই দশকে পূর্ব ও দক্ষিণ ইউরোপ, লাতিন আমেরিকা, তুর্কি ও আরবি ভাষাভাষীদের অবদান সবচেয়ে বেশি বেড়েছে। ভারতীয় বংশোদ্ভূতদের অংশগ্রহণও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, ২০১৫ সালে আশ্রয় নেওয়া শরণার্থীদের ৬৪ শতাংশ বর্তমানে জার্মানির শ্রমবাজারে কর্মরত— এমন তথ্য দিয়েছে ন্যুরেমবুর্গ ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট (IAB)। তাদের মধ্যে ৯০ শতাংশই সামাজিক সুরক্ষা খাতে অবদান রাখছে।

গবেষকরা বলছেন, অভিবাসী ও শরণার্থীদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি জার্মানির অর্থনীতিতে নতুন গতি এনে দিয়েছে এবং বৈচিত্র্য ও উদ্ভাবনের প্রসার ঘটিয়েছে।