অবশেষে দীপাবলির আলোয় ভরে উঠল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ভক্তদের মন। দীর্ঘ অপেক্ষার পর মেয়ে দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের এই জনপ্রিয় দম্পতি।
দীপাবলির দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন দীপিকা, রণবীর এবং তাদের একমাত্র কন্যা দুয়া। মা ও মেয়ের পরনে ছিল লাল রঙের চুড়িদার, সাথে মানানসই সোনার গয়না। অন্যদিকে রণবীর ছিলেন সাদা-ঘিয়ে রঙের শেরওানিতে।
ছবিতে কখনও দুয়াকে দেখা গেছে মায়ের কোলে হাসতে, আবার কখনও বাবার কোলে খেলতে। শেষ ছবিটিতে দুয়াকে দেখা যায় হাতজোড় করে প্রার্থনায় মগ্ন।
এই ছবি ঘিরে অনুরাগীদের উত্তেজনার যেন শেষ নেই। কেউ বলছেন,
“দুয়া একেবারে দীপিকার মতো!”
আবার কেউ মত দিয়েছেন,
“রণবীরের চোখ-মুখের আদল স্পষ্ট মেয়ের মধ্যে।”
গত বছর গণেশ চতুর্থীর পর দিন কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। সেই বছরের দীপাবলিতে তারা মেয়ের নাম ‘দুয়া’ জানিয়ে তার ছোট্ট পায়ের ছবি প্রকাশ করেছিলেন। এবছর, ঠিক দীপাবলির দিনেই মেয়ের পূর্ণ ছবি দিয়ে সকলকে জানালেন পরিচয়।
ভক্তদের ভালোবাসা ও তারকাদের শুভেচ্ছা
ছবি পোস্ট হতেই নিমেষেই ভাইরাল। ভক্তদের পাশাপাশি অনেক বলিউড তারকাও শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা ও রণবীর পরিবারকে।