বলিউড অভিনেতা বিবেক ওবেরয় সম্প্রতি প্রকাশ করেছেন, তিনি ‘রামায়ণ’ ছবিতে বিভীষণের চরিত্রে অভিনয় করলেও পারিশ্রমিক গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, তার এই সিদ্ধান্তটি ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্য করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এক সাক্ষাৎকারে বিবেক বলেন, আমি প্রযোজক নমিত মলহোত্রকে জানিয়েছি, এই ছবির জন্য আমার এক টাকাও লাগবে না। সেই অর্থ আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই।” তিনি আরও যোগ করেন, “ছবিটি যে দারুণভাবে তৈরি হচ্ছে, তা দেখে আমি তাদের পাশে থাকতে চাই। আমি বিশ্বাস করি, এটি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে আরও উঁচুতে স্থান করে দেবে।
অভিনেতার মতে, ‘রামায়ণ’ পৌরাণিক কাহিনি হলেও এতে রয়েছে চিরকালীন দ্বন্দ্ব, যা ইতিহাস ও পৌরাণিকতার মধ্যে সমন্বয় ঘটায়। তিনি বলেন, নতুন দলের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা হয়েছে। নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীত সিং—সকলেই চমৎকার।
ছবিতে রণবীর কাপুর রামের চরিত্রে, সাই পল্লবী সীতার চরিত্রে এবং দক্ষিণী তারকা যশ রাবণের চরিত্রে অভিনয় করেছেন। ছবির প্রথম দফার সম্পাদনা ইতিমধ্যেই শেষ, এবং ভিএফএক্সে এবার বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
বিবেকের এই মানবিক উদ্যোগের ফলে অনুরাগীরা আরও উৎসাহিত হয়েছেন। চলচ্চিত্র প্রেমীরা মনে করছেন, পারিশ্রমিক ত্যাগ করা এই পদক্ষেপ প্রমাণ করে, তার কাজের প্রতি দায়বদ্ধতা এবং সমাজসেবার মনোভাব কতটা গভীর।