অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরীদির কথা স্মরণ করে বলেন, “ফরীদি এমন এক শিল্পী ছিলেন, যিনি বিশ্বাস করতেন একজন অভিনেতার শক্তিই গল্প ও চলচ্চিত্রের ধারা বদলে দিতে পারে।”
আফজাল জানান, একসময় তিনি নিজেও সিনেমায় অভিনয় করতে গিয়েছিলেন, কিন্তু প্রথাগত ধারার গল্পে নিজের নতুনত্ব খুঁজে পাননি। “আমি বুঝেছিলাম, এই অভিনয়ে আমি নতুন কিছু যোগ করতে পারব না,” বলেন তিনি।
এক বিকেলে ফরীদি, সুবর্ণা মোস্তফা ও আফজাল হোসেনের এক দীর্ঘ আড্ডার স্মৃতিচারণ করে আফজাল বলেন, “ফরীদি তখন বলেছিল, একজন শিল্পীর শক্তিতেই সিনেমা বদলাতে পারে। আমি ওর স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম।”
কিন্তু শেষ পর্যন্ত ফরীদিকে এমন চরিত্রেই অভিনয় করতে হয়েছে, যা জনপ্রিয়তা দিয়েছে, কিন্তু শিল্পীর আসল সত্তাকে বাঁচিয়ে রাখতে পারেনি। আফজালের ভাষায়, “ফরীদি চেষ্টা করেছিল শিল্পীর মর্যাদা টিকিয়ে রাখতে, কিন্তু পরিবেশ তাকে সেই জায়গা দেয়নি।”