ভারতের এক উচ্চমাধ্যমিক পাঠ্যবইয়ে ‘দ্য বং গাই’ খ্যাত ইউটিউবার কিরণ দত্তের নাম স্থান পাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি প্রকাশনা সম্প্রতি ইউটিউব ও নেটমাধ্যমের প্রভাব নিয়ে একটি অধ্যায় প্রকাশ করে, যেখানে অনলাইন ইনফ্লুয়েন্সারদের ভূমিকা ও জনপ্রিয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। ওই অধ্যায়ে কিরণ দত্তকে বাংলার প্রথম ইউটিউবার হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিজের নাম পাঠ্যবইয়ে দেখে কিরণ দত্ত ফেসবুকে বইয়ের অংশের ছবি শেয়ার করে মজার ছলে লেখেন, ‘ইতিহাসের মতোই ২০ বছর পর বাংলার প্রথম ইউটিউবার নামেও কেউ পরিচিত হতে পারে।’

সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কিরণের সফলতাকে স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার অনেকে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ মন্তব্য করেছেন, ‘যাদের ভিডিও বাচ্চাদের দেখার উপযোগী নয়, তাদের নাম কেন বইয়ে?’, আবার কেউ বলেছেন, ‘এতে শিক্ষার মান প্রতিদিন কমছে।’

কিরণ দত্ত ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরির সুযোগ ফেলে ইউটিউব চ্যানেল ‘দ্য বং গাই’ শুরু করেন। তার কনটেন্ট মূলত ব্যঙ্গাত্মক ও সামাজিক মন্তব্যভিত্তিক। বর্তমানে টালিউডের অনেক তারকাই তার চ্যানেল ব্যবহার করে চলচ্চিত্র প্রচার করেন এবং ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করেন।

এই বিষয়টি ভারতের শিক্ষাবিষয়ক মহলে এবং জনমতেও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।